ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ক্ষেতলালের বাশথুপী গ্রামে রাস্তা নির্মাণে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১০, জুলাই ১১, ২০২৫
ক্ষেতলালের বাশথুপী গ্রামে রাস্তা নির্মাণে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ বাশথুপী গ্রামে রাস্তা নির্মাণে পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

ক্ষেতলাল (জয়পুরহাট): জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাশথুপী গ্রামে বর্ষা মানেই সীমাহীন দুর্ভোগ। গ্রামের একমাত্র প্রধান রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই সেটি কাদায় পরিণত হয়।

কোমরসমান কাদার কারণে রিকশা, ভ্যান এমনকি সাধারণ মানুষও চলাচল করতে পারেন না। অসুস্থ কউকে হাসপাতালে নিতে গেলে সেখানেই দেখা দেয় চরম ভোগান্তি।

দীর্ঘদিন ধরে অবহেলিত এই দুরবস্থার পরিবর্তন আনতে এবার এগিয়ে এসেছেন গ্রামবাসী নিজেরাই। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সরকারি সহায়তার অপেক্ষা না করে কোদাল হাতে নিয়ে স্বেচ্ছাশ্রমে শুরু করেছেন রাস্তা মেরামতের কাজ।

গ্রামের বাসিন্দা মো. নাজমুল ইসলাম বলেন, ‘প্রতিবার বর্ষায় একই কষ্ট পেতে হয়।

হাসপাতাল যেতে হয় কাদা পেরিয়ে, বাচ্চারা ঠিকমতো স্কুলে যেতে পারে না। তাই আর বসে না থেকে নিজেরাই রাস্তা বানানোর কাজ শুরু করেছি। ’

শুধু অভিযোগ নয়, নিজেদের উদ্যোগে সমস্যার সমাধান করে গ্রামের মানুষ এখন উদাহরণ হয়ে উঠেছে। শুভসংঘের সভাপতি এম রাসেল আহমেদ জানান, ‘মানবিক দায়িত্ব থেকেই আমরা এগিয়ে এসেছি। মানুষ চাইলে নিজেই পরিবর্তনের সূচনা করতে পারে— এই রাস্তা তারই প্রমাণ। ’

তবে গ্রামবাসী বলছেন, কেবল মাটি ফেলে রাস্তা সমান করলেই হবে না। টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন ইট সোলিং অথবা আরসিসি ঢালাই রাস্তা। না হলে আগামী বর্ষাতেই আবার সেই পুরনো দুর্ভোগ ফিরে আসবে। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন, কোনো প্রকল্পের আওতায় যেন রাস্তাটি স্থায়ীভাবে নির্মাণ করা হয়।

এই বিষয়ে ক্ষেতলাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবাইদুল হক জানান, ‘সেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ একটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা রাস্তার পরিমাপ করে সরকারি বরাদ্দের মাধ্যমে সোলিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করব। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ