ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

রমনা পার্কে স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী উদ্যোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জুলাই ১১, ২০২৫
রমনা পার্কে স্বাস্থ্য সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী উদ্যোগ  রমনা পার্কে বসুন্ধরা শুভসংঘের কর্মসূচি

ঢাকা: রাজধানীর বুকে সবুজে ঘেরা রমনা পার্কে শুক্রবার ( ১১ জুলাই) সকালে ব্যতিক্রমী ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ।  

কর্মসূচির মধ্যে ছিল-বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, শরীর চর্চায় উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ।

সকাল ৭টায় শুরু হওয়া এ আয়োজনের নেতৃত্ব দেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন এবং রমনা থানা শাখার সভাপতি আশিক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রমনা থানা শাখার উপদেষ্টা, প্রখ্যাত কবি, লেখক ও সমাজকর্মী লিলি হক।  

এসময় আরও উপস্থিত ছিলেন রমনা থানা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি পুষ্পিতা, সাধারণ সম্পাদক তামিম উদ্দারী, সাংগঠনিক সম্পাদক ফরহাদ, ফয়সাল চঞ্চল, তাহিদসহ অন্যান্য বন্ধুরা। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা শরীরচর্চা, হাঁটার গুরুত্ব এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন থাকতে করণীয় বিষয়ে  আলোচনা করেন।

আলোচনা সভায় তারা সিদ্ধান্ত নেন প্রতিদিন শুভসংঘের বন্ধুরা শরীরচর্চা ও হাঁটার অভ্যাস গড়ে তুলবেন এবং অন্যদের উৎসাহিত করবেন।

সভা শেষে জনসাধারণকে সচেতন করতে রমনা থানা শাখার বন্ধুরা বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সুস্থ জীবনধারার প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধির একটি সচেতন  প্রয়াস।  

বিশেষ অতিথি লিলি হক বসুন্ধরা শুভসংঘের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং উপস্থিত সবার উদ্দেশে বলেন, একজন সত্যিকারের মানুষ হতে হলে আমাদের হিংসা, লোভ ও ক্ষমতার মোহ থেকে নিজেকে দূরে রাখতে হবে। শুভ কাজে সবার পাশে থাকতে হবে।  মানবিক গুণাবলিই মানুষকে মহান করে তোলে।

বসুন্ধরা শুভসংঘের এ ব্যতিক্রমধর্মী আয়োজন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ছড়াতে সাহায্য করবে।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ