ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, জুলাই ২৮, ২০২৫
তরুণদের মাদক থেকে দূরে রাখতে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ তরুণদের মাদক থেকে দূরে রাখতে বসুন্ধরা শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে

দিনাজপুর: তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রাখার জন্য বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

প্রীতি ফুটবল ম্যাচে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখা তিন-এক গোলের ব্যবধানে গোবিন্দগঞ্জ বাগদা ছোয়াদ ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। খেলায় চ্যাম্পিয়ন এবং রানারআপ দলকে দুটি মেডেল দেওয়া হয়।  

প্রীতি ফটবল ম্যাচের অতিথিরা বলেন, মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দর উপজেলা গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। শিক্ষিত জাতি তৈরি করতে হলে যেমন লেখাপড়ার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই।

প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন ঢাকা মাঠের সাবেক তারকা নন্দিত ফুটবলার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উত্তরবঙ্গের নন্দিত মিডফিল্ডার অসীম, ঘোড়াঘাট ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট অফিসার মেহেদী হাসান, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব শাহানুর রহমান সোহাগ।

বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাউসার হাবিবের ধারাভাষ্যে সভাপতি তুরাগ খান বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় ক্রীড়া ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। মাদক থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই বসুন্ধরা শুভসংঘ যুব সমাজকে মাঠমুখী করার জন্য আগামীতে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করবে।

প্রীতি ফুটবল ম্যাচে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সহ-সভাপতি সোহাগ, ক্রীড়াবিষয়ক সম্পাদক রিপন সরেন, সাহিত্য বিষয়ক সম্পাদক টমাস আলফা, নারী বিষয়ক সম্পাদক এক্সট্রেলা হাঁসদা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হেমন্ত সারেন উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।