ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

সুফিয়া কামাল হলে স্বাস্থ্য সচেতনতার বীজ বপন করল শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জুলাই ২৯, ২০২৫
সুফিয়া কামাল হলে স্বাস্থ্য সচেতনতার বীজ বপন করল শুভসংঘ বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের হাতে তুলে দিল স্যানিটারি ন্যাপকিন

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে এগিয়ে চলা বসুন্ধরা শুভসংঘ এবার পা রাখল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণে—সুফিয়া কামাল হলে। নারীর আত্মমর্যাদা আর সুস্থ জীবনের কথা ভেবেই বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের হাতে তুলে দিল স্যানিটারি ন্যাপকিন, এক নিঃশব্দ কিন্তু গভীর প্রত্যয়ের বার্তা।

সাধারণ এক বিতরণ কর্মসূচি নয়-এ যেন ছিল এক নিভৃত বন্ধুত্বের প্রকাশ, শরীর আর মনের প্রতি যত্ন নেওয়ার এক চুপচাপ আহ্বান।

শিক্ষার্থীদের হাতে যখন পৌঁছে দেওয়া হচ্ছিল স্যানিটারি ন্যাপকিন, তখন শুধু স্বাস্থ্যসামগ্রীই নয়, দেওয়া হচ্ছিল সচেতনতার আলো, মর্যাদার আত্মবিশ্বাস। এই আয়োজনে শুভসংঘের সদস্যরা শুধু বিতরণেই থেমে থাকেননি তারা ছড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য সচেতনতার বীজও।  

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব বলেন, “নারীর জন্য স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। আজকের এই ক্ষুদ্র প্রয়াস আগামী দিনের সাহস হয়ে উঠুক। বসুন্ধরা গ্রুপের এই সামাজিক সংগঠন কেবল সাহায্য নিয়ে নয়, এসেছে সহমর্মিতা আর সঙ্গী হয়ে। সমাজের প্রতিটি কোণে আলো পৌঁছে দিতে শুভসংঘ যে কেবল একটি নাম নয়, বরং একটি আন্দোলন-আজকের কর্মসূচি যেন তারই নীরব প্রমাণ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।