চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে ও দামুড়হুদা উপজেলা শাখা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা সদরের কালাম কোচিংসেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেনের সভাপত্বিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-উপজেলা বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, আমি জেনেছি বসুন্ধরা শুভসংঘ দামুড়হুদা উপজেলা শাখা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এবার নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
প্রশিক্ষণ নিতে এসেছে দশম শ্রেণির এক ছাত্রী। তার বাবা শারীরিক প্রতিবন্ধী চা দোকানি বিশারত আলি (৪৫)।
তিনি বলেন, আমার বড় মেয়ে ক্লাস টেনে পড়ে, মেজো মেয়ে ক্লাস ফাইভে পড়ে। তার ছোটটা পড়ে মাদরাসায়। সবার ছোটজনের বয়স ছয় বছর, সে বাড়িতে থাকে। এ দোকান চালিয়ে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না। বড় মেয়ে সেলাই শিখে একটি মেশিন পেলে সেলাইয়ের কাজ করে কিছু টাকা আয় করতে পারবে। তাতে অনেক উপকার হবে। যারা আমার মেয়েকে এ কাজ শিখিয়ে সেলাই মেশিন দেবে, আমি নামাজ পড়ে সব সময় তাদের জন্য দোয়া করব।
এসময় আরও বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার উপদেষ্টা দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, সহ-সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন।
এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের মহিলাবিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, সাংগাঠনিক সম্পাদক আবু বক্কর মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজালার বাবু, অর্থ সম্পাদক নওশাদ আলি, সাহিত্যবিষয়ক সম্পাদক আব্দুল আলিম, সদস্য সাখাওয়াত হোসেন, আক্তারুজ্জামান বাবু, মোহাম্মদ আলীসহ অনেকে।
একজন দক্ষ অভিজ্ঞ সেলাই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। দুস্থ অসচ্ছল ২০ জন নারী ও দরিদ্র ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন মাস প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন দামুরহুদা বসুন্ধরা শুভসংঘের সহ-সম্পাদক আবুল কালাম মাস্টার।
এসআই