ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, আগস্ট ৩, ২০২৫
ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি  ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

ফরিদপুর: পরিবেশের ভারসাম্য রক্ষায় ফরিদপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (০২ আগস্ট) ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা হারুন-অর-রশীদ, বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়, সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক বিপ্লব, সদস্য সোহেলা, মুক্তা, লাতিফুল খাবিরসহ অনেকে।

পরিবেশ সচেতনতা বাড়াতে ফরিদপুর জেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।  

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা হারুন-অর-রশীদ বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ রোপণ করে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা তৈরি হবে।

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা বলেন, আমরা জানি, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করাসহ প্রাকৃতিক দুর্যোগ রোধে ভূমিকা রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে। তাই বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে আমরা ফরিদপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি।

বসুন্ধরা শুভসংঘ ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায় বলেন, পরিবেশ রক্ষায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণের উদ্যোগ আগামীর জন্য একটি সবুজ বার্তা হয়ে থাকবে।  

সবুজ বাংলাদেশ বিনির্মাণে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।