ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গৌরীপুরে মাদকবিরোধী সভা

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, আগস্ট ৬, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গৌরীপুরে মাদকবিরোধী সভা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার। সভাপতিত্ব করেন ডৌহাখলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক রানার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মণ্ডল, কালের কণ্ঠের ময়মনসিংহ প্রতিনিধি আলম ফরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরোত্তম চন্দ্র রায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুল ইসলাম চৌধুরী, বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখর সভাপতি শঙ্কর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া, উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন সুমন প্রমুখ।

প্রধান অতিথি দেবাশীষ কর্মকার বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত অনেকেই অল্প বয়সী। মাদকের ভয়াল নেশার ছোবলে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অল্প বয়সী যুবক ছেলেরা। ধ্বংস হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও। ’

আলোচনাসভায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী ও  শওকত হোসেন সুমন প্রমুখ।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।