ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চারাগাছ রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৮, আগস্ট ১০, ২০২৫
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চারাগাছ রোপণ চারাগাছ রোপণ কর্মসূচি

নওগাঁ শহরের বিভিন্ন স্থানে বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির উদ্যোগে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল থেকে শুভসংঘের বন্ধুরা ফলদ, বনজ ও ওষধি চারাগাছ রোপণ করেন।

এ কর্মসূচি চলে সন্ধ্যা পর্যন্ত।

এরপর আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা ও নতুন কমিটির বিষয়ে স্থানীয় একটি রেস্তোরাঁর মিলনায়তনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে মুক্ত আলোচনা।

বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট সরদার সালাউদ্দীন মিন্টু, মোল্লা রুহুল আমীন, সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু, রাবেয়া আখতার বেলী, জাহিদ রাব্বাণী রশিদ, দেওয়ান জেসমিন চন্দ্রময়ী, এসএম আজাদ হোসেন মুরাদ, মুক্তা কবির, মো. মোরশেদ আলম, সামিনা সুলতানা, সোয়ব হোসেন, মো. নাজমুল, এনামুলসহ প্রমুখ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।