ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

মনিরামপুরে এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, আগস্ট ১৩, ২০২৫
মনিরামপুরে এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ মনিরামপুরে এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

যশোর: যশোরের সরকারি মনিরামপুর কলেজের এক মেধাবী এতিম শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের মনিরামপুর উপজেলা শাখার বন্ধুরা।  

বসুন্ধরা গ্রুপের মানবিক উদ্যোগের আওতায় সরকারি মনিরামপুর কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এতিম ও মেধাবী শিক্ষার্থী ইশরাত জাহান মুক্তিকে লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে।

 

বুধবার (১৩ আগস্ট) সরকারি মনিরামপুর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী মুক্তির হাতে এ সহায়তা তুলে দেন কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী।  

অধ্যক্ষ রবিউল ইসলাম  বলেন,  মুক্তি ছোটবেলাতেই তার বাবাকে হারিয়েছে, এখন মাও তার কাছে নেই। দারিদ্র্যের কারণে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। এমন পরিস্থিতিতে বসুন্ধরা শুভসংঘের সহায়তা তার সামনের দিকে এগোতে ও পড়ালেখা চালিয়ে নিতে সাহায্য করবে। এমন মানবিক কার্যক্রমের জন্য আমি বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জ্ঞাপন করি।  

এসময় সরকারি মনিরামপুর কলেজের উপাধ্যক্ষ সমীর হালদার, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এনামুল কবীর কাজল, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান, সহসভাপতি ডা. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশ, যুগ্ম সম্পাদক  প্রবীর সরকার, সদস্য মেহেদী হাসান, নাজিম শুভ, ফাহিম ফয়সাল, অমিত সাহা, তানজিম আহমেদ, ইশতিয়াক আহমেদসহ শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি এস এম হাফিজুর রহমান বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এমন মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করতে। এ শিক্ষার্থী যেন ভালোভাবে  পড়াশোনা শেষ করতে পারে, আমরা সেই বিষয়ে নজর রাখব।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ