ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চড়ারকান্দা গ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীদের খাতা, পেন্সিল, রাবার ও শার্পনার তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা মোছা. মিনজু আক্তার, মোছা. সুমাইয়া বাশার তুলি, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা এবং বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা, অভিভাবকরা।
শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে।
তাদের হাতে নতুন খাতা-পেন্সিলের ঝলক যেন পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে এবং অনেক অভিভাবকও সন্তুষ্টি প্রকাশ করেন।
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ বলেন, ‘শিশুদের পড়ালেখায় উন্নতি ঘটাতে হলে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো জরুরি। শিশুদের যত্ন নিতে হবে , যাতে তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধি করতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ’
বসুন্ধরা শুভসংঘ স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী অপ্সরার মা বলেন, ‘এই গ্রামে বসুন্ধরা শুভসংঘের স্কুলটি থাকায় আমাদের খুব উপকার হয়েছে। শিশুরা ভালোভাবে পড়তে পারছে, দূরে যেতে হয় না। ’
বিদ্যালয়ের শিক্ষিকা মোছা. মিনজু আক্তার বলেন, ‘শিক্ষা উপকরণ বিতরণ উদ্যোগটি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। তারা নতুন উপকরণ হাতে পেয়ে আরও উৎসাহিত হবে। ’
বিদ্যালয়ের শিক্ষিকা মোছা: সুমাইয়া বাশার তুলি জানান, ‘অনেক শিক্ষার্থী আর্থিক অসুবিধার কারণে প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে না, এই সহযোগিতা তাদের জন্য অনেক উপকার করবে। ’
স্থানীয়রা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ গ্রামীণ শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের শিক্ষায় উৎসাহ বৃদ্ধির অঙ্গীকারের আরেকটি সুন্দর উদাহরণ হয়ে থাকবে। ’
এনডি