ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল বিতরণ

নিউজ ডেস্ক    | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, আগস্ট ১৪, ২০২৫
ফেনীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল বিতরণ

ফেনীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর মধুয়াই দারুল উলুম মাদরাসা ও এতিমখানায় মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) মাদরাসার প্রায় ২০০ ছাত্রের মাঝে মৌসুমি ফল হিসেবে আম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ ফেনী সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শারীদ ও সঞ্চালনা করেন সম্পাদক জিয়া উদ্দিন।

বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি জসিম ফরায়েজী বলেন, ‘‌শিশুদের মুখে হাসি ফোটানো এবং মানবিক কাজে পাশে থাকা বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য।

আমরা চাই এ ধরনের কর্মকাণ্ড যেন প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে। আমরা সবসময় এতিম শিশুদের পাশে থাকব। ’
এ সময় শুভসংঘ নেতারা বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। ’ অদূর ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানায়। এ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শুভসংঘের সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ