ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ভাটারায় তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, আগস্ট ১৭, ২০২৫
ভাটারায় তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার আয়োজনে ‘তরুণদের মানসিক স্বাস্থ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাজধানীর ভাটারা থানা এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ আলোচনা সভায় অংশ নেন।

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. শাফায়াত হোসেন, বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান।  

এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাদিয়া জাহান স্নেহা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আফরিনা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক নূর নাহার ফাতেমা, অর্থ সম্পাদক নিশাত আফরিন, নারী বিষয়ক সম্পাদক মেহেরুন নিছা, কর্ম ও পরিকল্পনা সম্পাদক গাজী মশিউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিভা রানী দাস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বর্ষা, সমাজকল্যাণ সম্পাদক মার্জিয়া মেহজাবিন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জয় আহমেদ, কার্যকরী সদস্য আদিবা আঞ্জুমান, নাফিজ মাহি, সিয়াম সিকদার, মো. মুন বাবু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের বিশ্বে মানুষ তার সম্ভাবনার সীমাহীন সময় কার্যকর, উৎপাদনশীলভাবে ব্যয় করবে এটাই প্রত্যাশিত। কিন্তু আর্থসামাজিক বিভিন্ন কারণে মানুষ বিচ্ছিন্নতা, হতাশা, ভবিষ্যৎ প্রশ্নে পরিকল্পনাহীনতা ইত্যাদি কারণে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। এতে করে নানারকম মনোসামাজিক ও মনোদৈহিক সমস্যায় ভুগছে। যার ফলে দেশের সম্ভাবনাময় প্রজন্ম ক্ষয় হয়ে যাচ্ছে। জাতির সামগ্রিক উন্নয়নের জন্য এই অবস্থা নিবারণ একান্তই আবশ্যক। ’

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপক বলেন, ‘মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা শুধু একজন মানুষের জন্য নয়—এটি একটি সুস্থ ও সহানুভূতিশীল সমাজ গঠনের জন্য অপরিহার্য। তাই বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে তরুণদের মানসিক স্বাস্থ্য শীর্ষক আলোচনা আয়োজন করা হয়েছে। ’

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানার সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন বলেন, ‘তরুণ সমাজকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। স্বাভাবিক ও পরিপূর্ণ জীবনের জন্য একজন মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। ’

বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানার সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান বলেন, ‘শিক্ষাক্ষেত্রে চাপ, সামাজিক বিচ্ছিন্নতা ও সহায়তার অভাব মোকাবিলায় মানসিক সেবা ও জরুরি সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান অসম্ভব। ’

আলোচনা সভায় অংশগ্রহণকারী আদিবা আঞ্জুমান বলেন, ‘মানসিক স্বাস্থ্য সচেতনতার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা সভার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি। ’

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ