ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ফুলবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ২০, ২০২৫
ফুলবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ ফুলবাড়ীতে দৃষ্টি প্রতিবন্ধীকে শিক্ষা উপকরণ দিল বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর: বসুন্ধরা শুভসংঘের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী একটি শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।  

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় ফুলবাড়ি উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের মোক্তারপুর গ্রামের দিনমজুর নূর ইসলামের দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে শিশু নুশরাত জাহানকে স্কুলব্যাগ, গল্পের বই, বিভিন্ন খাতা, কলম, রাবার, কলম বক্স ও ছোট লেখা বড় করে দেখানোর জন্য একটি ম্যাগনিফায়ার গ্লাস দেওয়া হয়েছে।

আট বছরের নুশরাত মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শিক্ষা উপকরণগুলো পেয়ে শিশুটি খুশিতে তার চোখের পানি আটকাতে পারেনি।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ বসুন্ধরা শুভসংঘের সবার জন্য দোয়া করতে চেয়ে শিশুটির মা হাফিজা বেগম জানান, তাদের দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে সাহায্য করার জন্য তারা অনেক খুশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সোহেল রানা।  

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন সংগঠক ও সমাজসেবক আহাদ আলী, বিশেষ অতিথি সংগঠক রফিকুল ইসলাম, সমাজসেবক রিপন ইসলাম।  

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেদুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম (সাদিক), নারী ও শিশু বিষয়ক সম্পাদক বন্যা আক্তার, সাজ্জাদসহ অনেকে।

প্রধান অতিথি আহাদ আলী বলেন, আজকের পর থেকে শিশুটি আর পরিবারের বোঝা না, আজ থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আমার সামর্থ্য মতো নিজের মেয়ের মতো করে ওর দায়িত্ব নিলাম।  

তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি সোহেল রানা বলেন, এমন দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে দেখে মনটা ব্যথিত হয়। প্রতিবন্ধী শিশুরা পরিবার ও দেশের বোঝা নয়, তারাও দেশের সম্পদ, যদি আমরা তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ