ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

টাঙ্গন নদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, আগস্ট ২০, ২০২৫
টাঙ্গন নদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাছের পোনা  অবমুক্ত টাঙ্গন নদীতে মাছের পোনা অবমুক্ত

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং দেশীয় মাছের প্রজাতি টিকিয়ে রাখার লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে বসুন্ধরা শুভসংঘ।

বুধবার (২০ আগস্ট) সকালে শহরের অপরাজেয় ৭১ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের সদস্যরা প্রায় আটটি দেশীয় প্রজাতির হাজারও মাছের পোনা নদীতে অবমুক্ত করেন।

বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি তাপস দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান শাফি, জেলা শাখার সদস্য সাকিব, মাসুদ, নাঈম, সাফায়েত কালাম, মুজাহিদসহ আরও অনেকে।

বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি তাপস দেবনাথ বলেন, নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যসম্পদ বৃদ্ধির জন্যই আমাদের এই উদ্যোগ। দেশীয় মাছের প্রজাতি হারিয়ে যাচ্ছে। তাই নদীকে প্রাণবন্ত রাখতে এবং মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমরা নিয়মিত মাছের পোনা অবমুক্ত করে যাব।

স্থানীয়রা শুভসংঘের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, টাঙ্গন নদী একসময় মাছের ভাণ্ডার ছিল।

কিন্তু দিন দিন নদীতে দেশীয় মাছের সংখ্যা কমে গেছে। এ ধরনের কর্মসূচি নদীর প্রাণ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ