ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

সৈয়দপুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, আগস্ট ২৩, ২০২৫
সৈয়দপুরে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন

নীলফামারীর সৈয়দপুরের অজপাড়া গায়ের কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার বিকেলে (২২ আগস্ট) স্থানীয় লোকজন, সুধীজন ও শিক্ষার্থীদের উপাস্থতিতে ফিতা কেটে পাঠাগারটির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন পরিচালক বসুন্ধরা শুভসংঘ ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক কালের কণ্ঠের জাকারিয়া জামান, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আজাদ আবুল কালাম, হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, কালের কণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক, কামারপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম প্রমুখ।  

বসুন্ধরা শুভসংঘের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি নাছিম রেজা শাহ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।  
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন হোসেন, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভূবন রায় নিখিল, বাংলাদেশ প্রতিদিন নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী, বাংলানিউজটোয়েন্টিফোর. কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. আমিরুজ্জামান, কালের কণ্ঠের সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সেতুবন্ধন পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনসহ শুভসংঘের একঝাঁক তরুণ সদস্যরা।  

পরিচালক বসুন্ধরা শুভসংঘ ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক কালের কণ্ঠ জাকারিয়া জামান উদ্বোধনী অনুষ্ঠানে জানান, এ পাঠাগারে বই সরবরাহের পাশাপাশি লোক নিয়োগ করা হয়েছে। সেইসঙ্গে চারটি করে জাতীয় দৈনিক পত্রিকা রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  যাতে পাঠকরা পড়ে উপকৃত হন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। দুস্থ নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের জন্য তুলে দেওয়া হচ্ছে এক একটি সেলাই মেশিন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ