নীলফামারীর সৈয়দপুরে ‘মননবাড়ি বসুন্ধরা শুভসংঘ পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় বসুন্ধরা শুভ সংঘের সহায়তায় গড়ে তোলা পাঠাগারটি উদ্বোধন করা হয়।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মো. নাছিম রেজা শাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম ও ক্রীড়া সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের (এলজিইডি) সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কালের কণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি ও কাঁঠানবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুক, কামারপুকুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী একেবারে ব্যতিক্রম। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি তাঁরা সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের শিক্ষা বিস্তারেও অনন্য অবদান রাখছেন। দেশের মানুষকে শিক্ষিত করার জন্য বসুন্ধরা গ্রুপের একটি লক্ষ্য রয়েছে।
তারা যেমন দেশের অস্বচ্ছল মেধাবী বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছেন, তেমনি বিভিন্ন স্থানে পাঠক তৈরিতে পাঠাগার স্থাপন করছেন। কারণ একটি পাঠাগার একটি দেশের শিক্ষা বিস্তারে অনেক বেশি ভূমিকা রাখে। তাঁরা বলেন, বসুন্ধরা শুভসংঘের পাঠাগারগুলো যেমন পাঠক তৈরি করছে, তেমনি জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এসব পাঠাগারে সব বয়সী মানুষ জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছেন।
বসুন্ধরা শুভসংঘের পাঠাগারগুলো সম্প্রসারণের আহ্বান জানান অতিথিরা। তাঁরা নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লীতে এ ধরনের পাঠাগার স্থাপনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান বক্তারা।
এ সময় অন্যদের মধ্যে বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, গোলাম হোসেন, বাংলা নিউজটোয়েন্টি ফোরডটকম-এর নীলফামারী প্রতিনিধি মো. আমিরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী প্রতিনিধি আব্দুল বারী, কালের কণ্ঠের নীলফামারী প্রতিনিধি ভুবন রায় নিখিল, সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু, বসুন্ধরা শুভসংঘের ইয়াসির আরাফাত রাফি, শাহ্ মো.হাসিবুর রহমান, শরীফ মাহদী আশরাফ জীবন, মো. তাহসিন ওয়ারিদ মীম, শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. মতিউর রহমান মতি, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য মো. আমির হোসেন, সদস্য সালপিয়া আক্তার, লামিয়া আক্কার প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে অতিথিরা ফিতা কেটে মননবাড়ি বসুন্ধরা শুভসংঘের পাঠাগার উদ্বোধন করেন।
এনডি