বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার উদ্যোগে পাঠচক্র ও সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৩ আগস্ট) রোয়াংছড়ি উপজেলা প্রাঙ্গণে আয়োজনটিতে অংশ নেন শুভসংঘের বন্ধুরা।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ রোয়াংছড়ি উপজেলা শাখার সভাপতি শিমল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মং মং সাই মার্মার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা, সহসভাপতি দিপা তঞ্চঙ্গ্যা, যুগ্ম সাধারণ সম্পাদক রত্নজয় তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মনিলাল তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক অংধাপ্রু মার্মা, নারী বিষয়ক সম্পাদক পুলিকা তঞ্চঙ্গ্যা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অমর রাণী তঞ্চঙ্গ্যা, তথ্য ও যোগাযোগ সম্পাদক অন্টর তঞ্চঙ্গ্যা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খুশিরাণী তঞ্চঙ্গ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উত্তম তঞ্চঙ্গ্যা, সদস্য হ্লামং মার্মা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিয়মিত পাঠচক্র আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে বই পড়ায় উৎসাহিত করা সম্ভব হবে।
পাঠচক্র কেবল বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আলোচনা, মতবিনিময় ও সমালোচনামূলক চিন্তার মাধ্যমে নতুন প্রজন্মকে সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে। এতে তরুণদের নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি সমাজের সমস্যা চিহ্নিত ও সমাধানে ভূমিকা রাখার মানসিকতা তৈরি হবে।
অন্যদিকে সাংগঠনিক আলোচনার মাধ্যমে সদস্যদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, নতুন কর্মপরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা নির্ধারণ করা হয়। এতে সংগঠন আরো শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপদেষ্টা আপন তঞ্চঙ্গ্যা বলেন, ‘বর্তমান সময়ে তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই পড়ার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পায়, দৃষ্টিভঙ্গি প্রসারিত হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়। বসুন্ধরা শুভসংঘ সেই আলোকিত সমাজ গঠনে কাজ করছে। ’
সংগঠনের ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে সভাপতি শিমল তঞ্চঙ্গ্যা বলেন, ‘সংগঠনকে সুসংহত করতে হলে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমাদের লক্ষ্য হবে তরুণ সমাজকে মাদক ও কুসংস্কার থেকে দূরে রাখা এবং শিক্ষামুখী পরিবেশ তৈরি করা। ’
সাধারণ সম্পাদক মং মং সাই মার্মা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজসেবামূলক কর্মকাণ্ডে পাশে থাকবে। পাঠচক্রের মাধ্যমে জ্ঞানচর্চা যেমন বাড়বে, তেমনি সাংগঠনিক আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা পাওয়া যাবে। আমরা সবাই মিলে রোয়াংছড়িতে একটি আদর্শিক ও সেবামুখী প্ল্যাটফরম তৈরি করতে চাই। ’
এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক পুলিকা তঞ্চঙ্গ্যা বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ নারী নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বই পড়া ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মেয়েরা যেমন জ্ঞান অর্জন করছে, তেমনি আত্মবিশ্বাসী হয়ে সমাজের কল্যাণে এগিয়ে আসছে। আমাদের লক্ষ্য হলো রোয়াংছড়ি উপজেলায় মেয়েদের অংশগ্রহণ আরো বাড়ানো এবং সমানভাবে নেতৃত্বে এগিয়ে নেওয়া। ’
এনডি