চট্টগ্রাম: বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখা পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (২৫ আগস্ট) পটিয়ার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং পড়ালেখার প্রতি উৎসাহ বাড়ানো। পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের মতো বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজের মাধ্যমে জ্ঞানচর্চা করানো হয়।
বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখা মনে করে, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব করে তুলতে হলে তাদের এখন থেকেই সচেতন করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিশুমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তারা নিজেদের আশেপাশের প্রকৃতিকে ভালোবাসতে শিখবে।
প্রতিযোগিতা শেষে সবার জন্য বিনামূল্যে বিতরণ করা হয় শিক্ষাসামগ্রী। যার মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, রাবার, স্কেল ও রঙিন পেনসিল সেট। উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের মুখেও ছিল সন্তুষ্টির হাসি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশ বিষয়ক কিছু ছোট ছোট বক্তব্য ও কবিতাও উপস্থাপন করে, যা ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়।
অনুষ্ঠানের অন্যতম অতিথি ও বক্তা ছিলেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষিকা নীহারিকা পাল।
তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মাঝে যদি ছোটবেলা থেকেই পরিবেশ নিয়ে ভালোবাসা, দায়িত্ববোধ ও সচেতনতা গড়ে তোলা যায়, তাহলে সমাজ ও পৃথিবী-উভয়ই উপকৃত হবে। বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়। এমন উদ্যোগ আগামী দিনগুলোতে আরও সম্প্রসারিত হওয়া উচিত।
বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার সভাপতি এসএমএ জুয়েল বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাও জরুরি। পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা আমাদের অন্যতম লক্ষ্য। এ ধরনের ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়েই আমরা একটি বড় পরিবর্তনের দিকে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বলেন, শিশুরা এ ধরনের আয়োজনে অংশ নিয়ে অনেক কিছু শিখেছে এবং এসব আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়ক হবে।
স্থানীয় শিক্ষক সমাজ ও বিশিষ্টজনরা বলেন, এ আয়োজন নিছক কুইজ প্রতিযোগিতা নয়, এটি একটি সচেতনতা আন্দোলনের অংশ।
এসআই