ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

জহুর চান বিবি মহিলা কলেজে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, আগস্ট ২৬, ২০২৫
জহুর চান বিবি মহিলা কলেজে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক সভা সচেতনতাবিষয়ক সভা

বসুন্ধরা শুভসংঘ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতাবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া আঁখি স্বর্ণার সঞ্চালনায় সভায় প্রধান  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকশানা ওয়াহিদ রাহী (এম.বি.বি.এস,বি.সি.এস.এমফিল-প্রিভেন্টভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন)।  

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন।  

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার উপদেষ্টা প্রভাষক তহুরা বেগম, শামীমা আক্তার, প্রভাষক সুমাইয়া ফারহানা, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আজিজুন্নেছা প্রমুখ।  

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকশানা ওয়াহিদ রাহী তার আলোচনায় কিশোরী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, মেয়েদের ঋতুস্রাব ও পুষ্টি সম্পর্কে ধারণা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।  

সভায় বক্তারা বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের স্বাস্থ্য নিয়ে এক ধরনের লুকোচুরি করা হয়। জানার বিষয়গুলো নিয়ে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে লজ্জাবোধ করে।  

প্রতিষ্ঠান পর্যায়ে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। ফলে নারীদের উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রাপ্তি এবং সুস্থ থাকার জ্ঞানের জ্ঞানের ঘাটতি থেকে যায়। এ ঘাটতি পূরণের লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘের এই আয়োজন। নারী শিক্ষার্থীদের হতে হবে আরও সচেতন। নারীরা সচেতন হলেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।