ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের নতুন অফিস-পাঠাগার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, সেপ্টেম্বর ৩, ২০২৫
দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের নতুন অফিস-পাঠাগার উদ্বোধন

দিনাজপুর সরকারি কলেজ শাখায় বসুন্ধরা শুভসংঘের নতুন অফিস ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ফিতা কেটে ও কেক কেটে এই নতুন অফিস ও পাঠাগারের উদ্বোধন করেন।

দিনাজপুর সরকারি কলেজ প্রশাসন শুভসংঘকে একটি রুম বরাদ্দ দেয়। সেখানে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা নিজ উদ্যোগে সংস্কার, রং করা ও সুন্দরভাবে সাজিয়ে অফিস এবং পাঠাগারে রূপান্তর করেন। উদ্বোধনী দিন রুমের বুকশেলফে সাজানো ছিল বিভিন্ন ধরনের বই, যা পাঠপ্রিয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাকারিয়া জামান বলেন, এই অফিস ও পাঠাগার উদ্বোধন করতে পেরে আমি সত্যিই আনন্দিত। একঝাঁক তরুণ-তরুণী এখানে নিয়মিত বসবে, বই পড়বে, আইডিয়া শেয়ার করবে—এটা অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। আমি আশা করি, এই পাঠাগার শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে।

বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, এই পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়, বরং এটি হবে জ্ঞানচর্চা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কাজে যুক্ত করার একটি প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দিনাজপুর জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ এবং সদর উপজেলা শাখার মেহেদী ও আস্তারুল, দিনাজপুর সরকারি কলেজ শাখার —বাংলা বিভাগের অরুপ কুমার রায়, অরিত্রি রায়, তাসনিয়া ইসলাম, শাহরিয়ার কবীর, বন্যা, পাওয়েল, অপুর্ব ও মুক্তা, গণিত বিভাগের আতিকুল ইসলাম আতিক ও জাহাঙ্গীর, দর্শন বিভাগের আজরিন ও নিয়ন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রদীপা দিদি, অর্থনীতি বিভাগের জাকির হোসেন রিফাত, ইসলামের ইতিহাস বিভাগের আসাদুজ্জামান আসিফ, ইংরেজি বিভাগের ইমন, ম্যানেজমেন্ট বিভাগের ইসরাত জাহান এবং ইতিহাস বিভাগের মনি আক্তার।

দিনাজপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের এই নতুন সূচনা তরুণ সমাজকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিক্ষা ও সামাজিক উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।