দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ সরকারি কলেজ শাখার টিম লিডার রিংকি খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে খাতা, কলম ও বই তুলে দেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ. কে. এম. মাসুদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাহুল রায়।
শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দিয়ে ড. এ. কে. এম. মাসুদুল হক বলেন, শিক্ষা হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। একটি খাতা কিংবা একটি কলম হয়তো ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু এগুলোই একদিন তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখাবে এবং দেশ গড়ার শক্তি যোগাবে।
শিক্ষা উপকরণ পেয়ে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী লাভলি আক্তার আনন্দ প্রকাশ করে বলেন, খাতা-কলম আমাদের কাছে খুব প্রয়োজনীয়। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটা সত্যিই অনেক সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বীরগঞ্জ সরকারি কলেজ শাখার সদস্য জান্নাতুল ফেরদৌস আঁখি, আঁখি আক্তার, আঁখি খাতুন, মারুফা জাহান, বানেসা খাতুন, সাম্মি আক্তারসহ অনেকে।
এসআই