বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার আয়োজনে প্রাণবন্ত পাঠচক্র ও সাহিত্য সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতারা ও সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানটি সাভার উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা অমর চাঁদ মণ্ডল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও মো. সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লিয়াকত আলী সরকার, শিক্ষা ও পাঠ্যচক্র সম্পাদক কাসমেরী আক্তার আঁখি, নারী ও শিশুবিষয়ক সম্পাদক মোসাম্মৎ কোহিনুর আক্তার, আপ্যায়ন সম্পাদক তারিন আক্তার, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিকল্পনা সম্পাদক নাবিলা আক্তার এবং সদস্য শারমিন আক্তার আঁখি।
পাঠচক্রে লেখক মোহাম্মদ লুৎফর রহমানের একটি প্রেরণামূলক গল্প পাঠ করে শোনান উপদেষ্টা অমর চাঁদ মণ্ডল, সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু এবং অন্যান্য সদস্যরা।
পাঠচক্র শেষে সাহিত্য আড্ডায় আলোচকরা বলেন, মোহাম্মদ লুৎফর রহমানের গল্পগুলোতে সমাজ বাস্তবতার জীবন্ত প্রতিফলন ঘটে। তার লেখায় সাধারণ মানুষের জীবনযাত্রা, সংগ্রাম ও স্বপ্ন স্পষ্ট হয়ে ওঠে। উপস্থিত বক্তারা গল্পের ভাষাশৈলী, চরিত্র নির্মাণ ও সমাজসচেতন বার্তাকে অনবদ্য বলে উল্লেখ করেন।
আড্ডায় গান পরিবেশন করেন সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও তথ্য সম্পাদক লিয়াকত আলী সরকার।
এছাড়া কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
পাঠচক্র ও সাহিত্য সাংস্কৃতিক আড্ডার মূল বার্তা ছিল— কর্মই জীবন, জীবনই কর্ম; ছোট কাজ বলে কিছু নেই, প্রতিটি কাজই সম্মানজনক।
আয়োজনে অংশগ্রহণকারী সবাই একে অপরের সৃজনশীলতা ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি জ্ঞান ও সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হন।
এসআরএস