ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

মেহেরপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, সেপ্টেম্বর ১৪, ২০২৫
মেহেরপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র মেহেরপুর সরকারি কলেজে বসুন্ধরা শুভসংঘের পাঠচক্র অনুষ্ঠিত

মেহেরপুর: শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে মেহেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজ চত্বরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাঠচক্র।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কয়েকটি কবিতা পাঠ ও কবিতার পটভূমি নিয়ে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন ও সাংগঠনিক সম্পাদক অনিক হাসান।

 

বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল আলম বকুলের সভাপতিত্বে পাঠচক্রটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম।  

পাঠচক্রে অংশ নেন সংগঠনের স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক সম্পাদক উলমাতুন নেছা পূর্ণিমা এবং কার্যকরী সদস্য সুরাইয়া আক্তার হ্যাপী। পাঠচক্রে গীতাঞ্জলির বিভিন্ন কবিতা পাঠ করেন শিক্ষার্থী স্মৃতি কনা, জেবা রহমান, উর্মিলা আহমেদ, আলিন, অ্যানি আক্তার, সামিয়া খাতুন, মলি আক্তার, আইরিন পারভিন, গোলাপী আক্তার, আশা সাদিয়া, দিশা ইসলাম, বিপুল হোসেন, নাহিদ হোসেনসহ অনেকে।

কালের কণ্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মূল্যবান সময় নিজের অজান্তেই নষ্ট করছি। আমরা যদি দিনের একটি সময় বই পড়ার অভ্যাস তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে সফলতার গল্প লিখতে এ সময়টুকুর কথাই বার বার মনে পড়বে। বিখ্যাত এবং সফল ব্যক্তিরা এখনো দিনের কর্মপরিকল্পনার মধ্যে কিছুটা সময় বই পড়ার কাজে ব্যয় করেন। আমাদেরও এখন থেকেই বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। আমরাও নিয়মিত বই পড়ার মাধ্যমে জ্ঞানকে বিকশিত করতে পারব।  

সভাপতির বক্তব্যে রফিকুল আলম বকুল বলেন, আমাদের ছোটবেলায় যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, তখন সময় কাটানোর মূল উৎসই ছিল বিভিন্ন বই পড়া। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন দেশের, এলাকার কৃষ্টি-কালচার সম্পর্কে জানতে পারি।  

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দিনের একটি সময় হাতের মোবাইল ফোনটি দূরে সরিয়ে রেখে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। এ অভ্যাসের মাধ্যমে আমাদের মানসিক ও সামাজিক সচেতনতা বাড়বে।  

পাঠচক্র অনুষ্ঠানে সবাইকে বই পড়ার অভ্যাস তৈরিতে বিশেষভাবে উৎসাহিত করা হয় এবং পাঠাভ্যাস তৈরিতে প্রতি মাসে অন্তত একটি পাঠচক্র অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ