ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, সেপ্টেম্বর ১৪, ২০২৫
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  

বুধবার (১০ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

নতুন এই কমিটিতে উপদেষ্টা হলেন- আল মুমিন হোসাইন সজীব ও খাইরুল হাসান মুরাদ।  

এছাড়া নবগঠিত এ কমিটিতে আতিকুল ইসলামকে আহ্বায়ক, কামরুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক ও শাকিল মাহমুদ পাবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।  

নবগঠিত আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্যরা হলেন- রাশেদুল ইসলাম, শাহীন মাহমুদ, মো. ইসমাইল এবং মোহাম্মদ সবুজ খান।  

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুল ইসলাম বলেন, ভালো কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব। ভালো কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে আমরা কার্যক্রম পরিচালনা করব যাতে করে সমাজে উন্নয়নে একসঙ্গে কাজ করতে পারি।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি দেওয়া, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে নানা সামগ্রী বিতরণ, বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও নানা উপহার দেওয়া, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কার্য্যক্রম পরিচালনা করে থাকে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ