চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত ‘প্রদীপ’ স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখা। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে ‘প্রদীপ’ স্কুলের ৪১ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে হোয়াইট বোর্ড, স্ট্যান্ড, মাদুরসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার সভাপতি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক, সহ-সভাপতি সুরাইয়া পারভীন প্রান্তিকা, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, অর্থ সম্পাদক নাজমুস সাকিব নাবিল, উদ্ভাবনী বিষয়ক সম্পাদক তুসার আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল্লাহ আবির, গোলাম মোস্তফা তানিম, তাফহিম রহমান ও লাইবা তাবাসসুমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ ছাড়া ‘প্রদীপ’ স্কুলের শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব বলেন, বসুন্ধরা শুভসংঘ চুয়েট শাখার উদ্যোগে প্রদীপ স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে আমরা আনন্দিত। । এই কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আমরা আশা করি, ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের সেবামূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারব।
‘প্রদীপ’ স্কুলের পক্ষ থেকে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকিবুল ইসলাম বলেন, প্রদীপ স্কুল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করছে। পাশাপাশি শিক্ষা সামগ্রী দিয়েও তাদের সহায়তা করে। আজ শুভসংঘ চুয়েট শাখা বোর্ড, স্ট্যান্ড, মাদুর ও অন্যান্য সামগ্রী দিয়েছে, যা শিশুদের স্কুলে আসার প্রতি উৎসাহিত করবে। এ আয়োজনের জন্য আমরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।
চুয়েটে শুভ কাজের উদ্যোগ গ্রহণ ও সমাজ পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গড়ে উঠেছে। সংগঠনটি ইতোমধ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও শুভসংঘ সাহিত্য প্রতিযোগিতার মতো কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে।
এনডি