ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

অনলাইনে শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দিল বসুন্ধরা শুভসংঘ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, সেপ্টেম্বর ১৮, ২০২৫
অনলাইনে শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দিল বসুন্ধরা শুভসংঘ অনলাইনে শিক্ষার্থীদের টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন করে দিল বসুন্ধরা শুভসংঘ

গাজীপুর: অনলাইনে গাজীপুর মহানগরে অবস্থিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করে দিয়েছেন বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সদস্যরা।  

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সভাপতি মুসাফির ইমরানের নেতৃত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রেজিস্ট্রেশনের জন্য সাধারণত কম্পিউটারের দোকানে যেতে হলেও শিক্ষার্থীরা ভোগান্তি ছাড়াই ক্যাম্পাসে বসে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পেরেছেন।  

এসময় প্রায় ৩০০ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। রেজিস্ট্রেশনে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ স্কাউট দলের সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মাহবুল আলম, সহকারী শিক্ষক রুমানা রুমা, সহকারী শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সহসভাপতি শাহানুর রহমান, জেলা সভাপতি মুসাফির ইমরান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নি শেখ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান আনার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝরনা হিয়া, আপ্যায়ন সম্পাদক শামসুজ্জোহা, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রুবেল এবং সদস্য মোর্তুজা প্রধান শাওনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ মাহবুল আলম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অনলাইনে রেজিস্ট্রেশনের ঝামেলা থেকে তাদের মুক্তি দিতে শুভসংঘ যে কাজ করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

জেলা সভাপতি মুসাফির ইমরান বলেন, শুভসংঘ সব সময় সমাজকল্যাণমূলক কাজে শিক্ষার্থীদের পাশে থেকেছে এবং থাকবে। আজকের এ রেজিস্ট্রেশন কার্যক্রম শিক্ষার্থীদের ঝামেলামুক্তভাবে ভ্যাকসিন নেওয়ার সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এ ক্ষুদ্র প্রয়াস শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ