ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

খেলা

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, এপ্রিল ৮, ২০২৩
রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের উদ্বোধন

ঢাকা: রাফি স্মৃতি মহানগরী জুনিয়র ক্রিকেট লিগের চিটাগাং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে দামপাড়া পুলিশ লাইন চিটাগাং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস উদ্বোধন করেন চিটাগাং ওয়ারিয়রস স্পোর্টিং ক্লাবের কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী সিমনী গ্রুপের কর্ণধার লায়ন মোহাম্মদ ইমরান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ায়ম্যান খোরশেদুর রহমান, সম্পাদক বিশিষ্ট সমাজসেবক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার জাবেদ আফছার চৌধুরী, কমিটির সদস্য শামীমুল ইসলাম, সাহেদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ইয়াছিন আরফাত ও কোচ অভি জনি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।