ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্দো বাংলা হ্যান্ডবল লীগে মেরিনার-বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
ইন্দো বাংলা হ্যান্ডবল লীগে মেরিনার-বিজিবি

চলতি বছর ভারতের গুয়াহাটিতে ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে কিউট প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ দল দুটি অংশ নেবে।

ভারতের গৌহাটিতে ইন্দো-বাংলাদেশ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।

হ্যান্ডবল ফেডারেশন প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ও প্রিমিয়ার হ্যান্ডবল লিগ চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ দল দুটিকে খেলার অনুমোদন দেয়। দুই দলই স্ব স্ব খরচ বহন করছে।  

আসরে অংশ নেওয়া ঢাকা মেরিনার দলকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সানিয়া বিনতে মাহতাব ট্রাস্ট ও ক্লাবের হ্যান্ডবল কমিটির চেয়ারপারসন সানিয়া বিনতে মাহতাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।