ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বাংলাদেশের কাছে হেরে রান ঘাটতিকে দায় দিলেন আশালাঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, সেপ্টেম্বর ২১, ২০২৫
বাংলাদেশের কাছে হেরে রান ঘাটতিকে দায় দিলেন আশালাঙ্কা

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচটা হয়ে রইলো এক টানটান উত্তেজনার লড়াই। শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচের ভাগ্য দুলেছে দুইদিকেই।

তবে এক বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালাঙ্কা অকপটে স্বীকার করেছেন, খেলা ছিল দুর্দান্ত। কিন্তু শেষ পর্যন্ত জয়ের জন্য তাদের রান যথেষ্ট হয়নি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা তোলে ১৬৮ রান। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারেই সমান রান করলেও জয় নিশ্চিত করতে খেলে আরও কয়েক বল। শেষ দিকে মাঠে ও গ্যালারিতে তৈরি হয় চরম স্নায়ুচাপ। তবে শেষ পর্যন্ত টাইগাররাই হাসে শেষ হাসি।

ম্যাচ হেরে আশালাঙ্কা বলেন,“এটি সত্যিই একটি দুর্দান্ত ম্যাচ ছিল। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং স্নায়ু ধরে রাখার চেষ্টা করেছি। তবে আমরা অন্তত ১০-১৫ রান কম করেছি। শেষ দুই ওভারে আরও ভালো করতে পারলে ফলটা ভিন্ন হতে পারত। ”

শ্রীলঙ্কার ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে ঝড় তুলে ৬৪ রানের ইনিংস উপহার দেন। তার ব্যাটে আসে একের পর এক চমকপ্রদ শট।
অধিনায়ক আশালাঙ্কা সতীর্থকে কৃতিত্ব দিয়ে বলেন, “আমরা ওকে পাঁচ নম্বরে নামিয়েছিলাম, আর সে দারুণ কাজ করেছে। একটি বড় ছক্কা মারার পর ড্রেসিংরুমে স্বস্তি চলে আসে। মনে হচ্ছিল আমরা অন্তত ১৭০ ছুঁতে পারব। ”

এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।