এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ইনিংসের মূল ভরসা ছিলেন অধিনায়ক দাসুন শানাকা।
পাওয়ারপ্লেতেই আক্রমণাত্মক শুরু করেন ওপেনার পাথুম নিসাঙ্কা। ১৫ বলে ২২ রান করে তিনি বিদায় নেন তাসকিন আহমেদের বলে। অন্য ওপেনার কুশাল মেন্ডিস খেলেন ২৫ বলে ৩৪ রানের ইনিংস, যেখানে ছিল একটি চার ও তিনটি ছক্কা। তবে তাকে থামান মেহেদী হাসান। কামিল মিশারা (১১ বলে ৫) এবং কুশল পেরেরা (১৬ বলে ১৬) বড় কিছু করতে পারেননি।
ইনিংসের মাঝপথে দলকে এগিয়ে নেন অধিনায়ক দাসুন শানাকা। মাত্র ৩৭ বলে তিনটি চার ও ছয়টি ছক্কার মারে তিনি করেন ৬৪ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গী চারিথ আসালাঙ্কা ১২ বলে ২১ রান করে রানআউট হন। শেষদিকে দ্রুত উইকেট হারালেও শানাকার অপরাজিত ইনিংসের কল্যাণে লঙ্কানরা ১৬৮ রানে পৌঁছায়।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। মেহেদী হাসানও কার্যকর ছিলেন, তার শিকার ২ উইকেট। এছাড়া, তাসকিন আহমেদ নিয়েছেন ১টি উইকেট। তবে শরিফুল ইসলাম (৪ ওভারে ৪৯ রান) ও নাসুম আহমেদ (৪ ওভারে ৩৬ রান) ছিলেন ব্যর্থ।
এফবি