ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চীনে অস্ত্রোপচার হলো হকির সাধারণ সম্পাদকের

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
চীনে অস্ত্রোপচার হলো হকির সাধারণ সম্পাদকের

হাংজু এশিয়ান গেমসে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে গিয়েছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ । গতকাল বাংলাদেশ-জাপান ম্যাচের সময় সুস্থ-স্বাভাবিকভাবে স্টেডিয়ামে ছিলেন।

এরপরই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হলে, হৃদপিণ্ডে রিং প্রতিস্থাপন করতে হয়েছে।  

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের সদস্য আব্দুর রশিদ শিকদারও টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে হাংজু এসেছেন। সাঈদ ও রশিদ শিকদার একসঙ্গেই অবস্থান করছেন হাংজুতে।

সাঈদের শারীরিক অবস্থা জানিয়ে এবং দ্রুত সুস্থতার জন্য হকি ফেডারেশন আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়েছে।  

বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।