ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, জানুয়ারি ১৭, ২০২৪
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বেনজেমার মামলা

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন করিম বেনজেমা। ৩৫ বছর বয়সী এই ফরাসি ফুটবলার গত অক্টোবরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানালে দারমানিন তার সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বেনজেমার আইনজীবী হিউজ ভিগিয়ের দেশটির বিশেষ আদালত কোর্ট ডি জাস্টিসে মানহানির মামলাটি করেছেন। এই আদালতে মূলত ফ্রান্সের মন্ত্রীদের যেকোনো মামলার বিচার কার্য হয়ে থাকে।  

এর আগে গত ফিলিস্তিনের গাজায় নির্বিচার বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। এ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠলে তাতে বেনজেমাও শামিল হন। আল ইত্তিফাকের এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমাদের সমস্ত প্রার্থনা গাজার বাসিন্দাদের জন্য, যারা আবারও এই অন্যায় বোমা হামলার শিকার হচ্ছে, যেখানে কোনো নারী বা শিশু রেহাই পাচ্ছে না। ’

বেনজেমার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন দারমানিন। তিনি সিনিউজ চ্যানেলে বলেন, ‘তার (বেনজেমা) সঙ্গে “মুসলিম ব্রাদারহুডের” সম্পৃক্ততা আছে। ’ এর আগেও বেনজেমার বিরুদ্ধে জাতীয় সংগীত না গাওয়া এবং ধর্মান্তরকরণ প্রচেষ্টার অভিযোগও এনেছিলেন দারমানিন।

বেনজেমা অবশ্য প্রথমে দারমানিনকে সতর্ক করে দিয়েছিলেন। তাতেও কাজ না হওয়ায় এবার হাঁটলেন আইনি পথে। মামলায় বেনজেমা বলেছেন, ‘মুসলিম ব্রাদার সংগঠনের সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততাও কখনোই ছিল না, এমনকি সংগঠনটির সদস্য দাবিদার কারও সম্পর্কে কোনো ধারণাও নেই। ’

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা বেনজেমা তাকে রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে মামলায় লিখেছেন, ‘আমি জানি যে দুর্নামের কারণে আমাকে কতটা রাজনৈতিক খেলায় ব্যবহার করা হচ্ছে। ব্যাপারটা আরও বেশি কলঙ্কজনক এ কারণে যে ৭ অক্টোবর থেকে ঘটা নাটকীয় ঘটনাগুলো এ ধরনের বিবৃতি থেকে আলাদা কিছু দাবি করে। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।