ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় ক্রীড়া পুরস্কারের আবেদন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জাতীয় ক্রীড়া পুরস্কারের আবেদন শুরু

নতুন বছরের শুরুতেই ২০২৪ সালে ক্রীড়া পুরস্কারের জন্য আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ, ফেডারেশনের মাধ্যমে খেলোয়াড়, সংগঠকরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

আবার কেউ চাইলে সরাসরি ব্যক্তিগতভাবেও মন্ত্রণালয়ে আবেদন পৌঁছাতে পারবেন। ১৫ ফেব্রুয়ারি আবেদনের সময়সীমা।

বাংলাদেশে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার। ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়েছে। ২০২১ ও ’২২ সালের ক্রীড়া পুরস্কার সব কিছু চূড়ান্ত শুধু অনুষ্ঠান আয়োজন বাকি। সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার শেষ কর্মদিবসে সভা করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের তালিকা চূড়ান্ত করেছেন। ২০২৩ সালের তালিকা শেষ করার পর পরই ’২৪ সালের আবেদন আহ্বান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।