ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৯ ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর বৈঠক মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
৯ ফেডারেশনের সঙ্গে ক্রীড়ামন্ত্রীর বৈঠক মঙ্গলবার

যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। দায়িত্ব নিয়ে ৯ ফেডারেশন ও  এক সংস্থাকে মত বিনিময়ের আহ্বান জানিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদে নয়টি ফেডারেশন ও একটি সংস্থার সাধারণ সম্পাদক/সভাপতিকে মত বিনিময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

২৩ জানুয়ারি সাঁতার, অ্যাথলেটিক্স, শুটিং, আরচ্যারি, ভারত্তোলন, ক্যারম, বাস্কেটবল, টেবিল টেনিস, ভলিবল ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে মতবিনিময়ের আমন্ত্রণ জানানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি নয়টি ফেডারেশন ও একটি সংস্থাকে মত বিনিময় সভায় একজন বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং একজন ট্যাকনিক্যাল ব্যক্তিকেও উপস্থিত রাখতে বলা হয়েছে।  এর পরের দিনই দুই শীর্ষ ফেডারেশন ফুটবল ও হকির সঙ্গে বসবেন নতুন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান।  

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।