নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল হাসান পাপন। দায়িত্ব নিয়ে ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।
আজ অ্যাথলেটিকস, সাঁতার, ক্যারম, বাস্কেটবল, ভারোত্তোলন, শুটিং, আর্চারি ও মহিলা ক্রীড়া সংস্থা নতুন মন্ত্রীর সঙ্গে মত বিনিময় করেছে। প্রায় ঘন্টা দেড়েক নতুন মন্ত্রী আগত ফেডারেশনগুলোর বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। আলোচনা শেষে নতুন মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ফেডারেশনগুলোর যে চাহিদা, সেটা পূরণ করা সম্ভব। আর্থিক যে সাহায্য প্রয়োজন মনে করেছিলাম, এর তুলনায় অনেক কমই তারা বলেছে। সেটা পূরণ করা সম্ভব। দুটি ফেডারেশন (শুটিং ও আর্চারি) কমপ্লেক্সের কথা বলেছে। সেগুলোও আলোচনাধীন। বিসিবি শেখ হাসিনা স্টেডিয়াম করছে। সেখানে কয়েকটি ফেডারেশন যাবে। ’
যুব ও ক্রীড়ামন্ত্রী আরও বলেন, ‘যাকে (ফেডারেশন) যা দেওয়া হবে, তার কড়ায় গণ্ডায় হিসাব নেওয়া হবে। সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে। না হলে এরপর আর পাবে না। এটাতে কোনো ছাড় নেই। ’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট ১৩০০ কোটি টাকার মতো। সরকারিভাবে নাহলে বেসরকারিভাবে সাহায্যের আশ্বাস পাপনের, ‘সরকারি বাজেটের মাধ্যমে সব কিছু সংস্থান না হলে বাইরের পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেগুলো পূরণ করবো। তাদের যে চাহিদাগুলো, সেগুলো পূরণ হওয়ার মতো। ’
বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এআর