নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে আজ বৈঠকে বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। গতকাল নয়টি ফেডারেশনরে সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি।
পাপনের সঙ্গে সাক্ষাতের পর বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী নিজেদের চাওয়া-পাওয়া নিয়ে জানিয়েছেন। সারা বছর ফুটবল চালাতে অনেক টাকা ব্যয় হয়। ফিফা ও এএফসি বড় অংশ দিলেও বাকিটা স্পন্সরের মাধ্যমে আসে। খেলার পরিকল্পনার পাশাপাশি ক্রীড়ামন্ত্রীর কাছে অর্থনৈতিক বিষয়টিও তুলে ধরা হয়েছে। সালাম মুর্শেদী বলেছেন, ‘ফিফা থেকে যে টাকা পাই, তা খাতওয়ারি খরচ হয়। স্পন্সরের সীমাবদ্ধতা আছে। মন্ত্রণালয় থেকে সাপোর্ট চেয়েছি। দেশের বাইরে খেলতে যেতে হয়। ক্যাম্প খরচসহ অন্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ’
সভা শেষে নাজমুল হাসান বলেছেন, ‘ফুটবল আগামী এশিয়ান কাপে খেলার লক্ষ্য ঠিক করেছে। এটা হলে তো আমাদের ফুটবলের জন্য বিশাল ব্যপার হয়। ’ সেটি সত্যিই, ফুটবলে এশিয়ান মানে যাওয়া এখন স্বপ্নের মত ব্যপার। সেই স্বপ্ন সফল করতে জাতীয় দল সংক্রান্ত যত ধরণের খরচ যেমন দেশে ও দেশের বাইরে নিয়মিত ম্যাচ খেলা, ক্যাম্প করা, তার জন্য আর্থিক সহায়তা চেয়েছে ফেডারেশন। মন্ত্রী বলেছেন, ‘এ ব্যপারে পূর্ন সহায়তা তারা পাবে। এর বাইরে শুধু ফুটবলের ব্যবহারের জন্য কয়েকটি স্টেডিয়াম বরাদ্দ চেয়েছে বাফুফে। সেটিও যৌক্তিক মনে করে আশ্বাস দিয়েছেন নাজমুল।
বাফুফে গত অর্থ বছরে সরকারের কাছে ৫০০ কোটি টাকা চেয়েছিল। অর্থ মন্ত্রণালয়ে বাফুফের সেই প্রকল্প বাতিল করেছিল সাময়িক সময়ের জন্য। ‘সিড মানি’ হিসেবে সরকারের কাছে আরও ১০০ কোটি টাকা চেয়েছে ফুটবল। মন্ত্রী বলেছেন, ‘এ ব্যপারে এখনই আমি তাদের কোন প্রতিশ্রুতি দিতে পারেনি। এটা নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। এখনই ১০০ কোটি সীড মানি নিয়ে ভাবছি না। এটা নিয়ে মন্ত্রণালয়-সরকারের সঙ্গে বসতে হবে। তাদের রাজি করানো যাবে কি না জানি না। ’
এদিকে হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আউটডোর হকিতে না হলেও খুব দ্রুত ফাইভ এ সাইড ইনডোর হকিতে তাদের বিশ্বকাপ খেলা সম্ভব। নাজমুল হাসান সেটিকেও স্বাগত জানিয়েছেন। তার জন্য একটি ইনডোর স্টেডিয়ামের দাবী হকি ফেডারেশনের।
মন্ত্রী জানিয়েছেন তিনি এ ব্যপারেও ইতিবাচক। তাছাড়া হকি ঢাকার বাইরে থেকে খেলোয়াড় তুলে আনতে ফরিদপুর, রাজশাহী ও চট্টগ্রামে হকি টার্ফ চেয়েছেন, নাজমুলও মনে করেছেন, ‘এটি আসলেই প্রয়োজন। হকির অবকাঠামো ছাড়া খেলোয়াড় উঠে আসবে কোথা থেকে। আমরা তাই ওদের চাহিদা পূরণের চেষ্টা করব। ’
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এআর