বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রাইজমানি র্যাংকিং টেবিল টেনিস প্রতিযোগিতায় ডাবল ক্রাউন জিতেছেন বিকেএসপির খই খই সাই মারমা। বালিকা অনূর্ধ্ব-১৯ একক ও মেয়েদের সিনিয়র এককে চ্যাম্পিয়ন হয়েছেন খই খই।
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বালিকা এককে খই খই হারিয়েছে নড়াইলের মাশরাফি ফাউন্ডেশনের সামান্তা হোসেন তুশিকে। আর মেয়েদের সিনিয়র এককে খই খই জয় পেয়েছে নড়াইলের মাশরাফি ফাউন্ডেশনের সাদিয়া রহমান মৌয়ের বিপক্ষে। এদিকে বালক এককে রামহিম লিয়ন বম বিকেএসপির নাফিজ ইকবালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
বালিকা এককে বেশ জমে উঠেছিল শিরোপার লড়াই। শেষ পর্যন্ত ৩-২ সেটে তুশিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খই খই মারমা। এর আগে সেমিফাইনালে খই খই ৩-১ সেটে আবাহনীর ঐশী রহমানকে এবং সামান্তা তুশি একই ব্যবধানে বিকেএসপির রেশমিকে হারিয়ে ফাইনালে উঠে।
পরপর দুটি ফাইনাল খেললেও ক্লান্তির ছাপ ছিল না খই খই মারমার। খুব সহজেই মেয়েদের সিনিয়র এককের ফাইনাল ম্যাচ জিতেছে খই খই। ৩-১ সেটে মৌকে হারায় খই খই।
বালক এককের ফাইনাল দারুন জমে উঠেছিল। রামহিম ও নাফিজ দু'জনই জাতীয় দলের খেলোয়াড়। বেশ উত্তেজনা ছড়িয়েছে তাদের খেলা। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে রামহিম লিয়ন বম। ৩-১ সেটে নাফিজকে হারিয়ে ফাইনাল ম্যাচ জিতে নেয় রামহিম।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এআর/আরইউ