ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুটিং ফেডারেশন ঘুরে দেখলেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
শুটিং ফেডারেশন ঘুরে দেখলেন মন্ত্রী

বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ২৭ তম আন্ত ক্লাব প্রতিযোগিতায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসেছিলেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পুরস্কার প্রদানের পাশাপাশি গুলশান শুটিং রেঞ্জ ও ফেডারেশন ঘুরে দেখেছেন।

শুটিং ফেডারেশন পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করলেন ক্রীড়ামন্ত্রী, 'তাদের আয়োজন ও ব্যবস্থাপনা বেশ সুন্দর ও পরিপাটি। '

আন্তর্জাতিক অঙ্গনে শুটিং নিয়মিত পদক আনে। শুটিংকে ঘিরে বড় লক্ষ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। সেটা জানা ক্রীড়ামন্ত্রীরও, 'শুটিং আন্তর্জাতিক অঙ্গনে আরো ভালো করতে চায়৷ এজন্য আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করব। ' 

কয়েক দিন আগে জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিক সভায় শুটিং ফেডারেশন নতুন কমপ্লেক্স চেয়েছিল। এই প্রসঙ্গটি এসেছে আজও, 'বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। প্রয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়ে সহায়তাও করা যাবে। নতুন কমপ্লেক্সের বিষয়টি বেশ বড়। '

আজ শুটিং রেঞ্জ পরিদর্শন করতে যেয়ে নিজেও শুটিং করেছেন পাপন। দ্রুতই আরও ফেডারেশন ঘুরে দেখার কথা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।