ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্যারিস অলিম্পিকের ‘নিরাপত্তা পরিকল্পনা’ চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
প্যারিস অলিম্পিকের ‘নিরাপত্তা পরিকল্পনা’ চুরি

জুলাই মাসের ২৬ তারিখ প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর। এর আগেই ঘটে গেল এক দুর্ঘটনা।

ফ্রান্সের রাজধানীর একটি রেলওয়ে স্টেশন থেকে চুরি হয়ে গেল আসরের নিরাপত্তা পরিকল্পনার একটি কম্পিউটার ও দুটি পেনড্রাইভ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে প্যারিসের গারে দু নর্দ রেলওয়ে স্টেশন থেকে নিরাপত্তা পরিকল্পনার ব্যাগটি চুরি হয় বলে গতকাল ফ্রান্সের পুলিশ জানায়। প্যারিস সিটি হলের এক ইঞ্জিনিয়ারের নিকট থেকে ব্যাগটি চুরি হয়।  

স্থানীয় সংবামাধ্যাম বিএফএম টেলিভিশন জানায়, ইঞ্জিনিয়ার নিরাপত্তা পরিকল্পনার তথ্যভর্তি ব্যাগটি তার সিটের সামনে লাগেজ রাখার যায়গায় রেখে দেয়। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় আরেকটি ট্রেন ধরার জন্য রওয়ানা দেওয়ার সময় ব্যাগটি চুরি হয়। পরবর্তীতে ইঞ্জিনিয়ার জানায়, ব্যাগটির মধ্যে দুটি পেনড্রাইভ ও একটি কম্পিউটার ছিল, যেখানে অলিম্পিকের পাহারায় থাকা নিরাপত্তাকর্মীদের পরিকল্পনা ছিল।  

ইতোমধ্যে স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে। এএফপি বিষয়টির বিস্তারিত জানার জন্য প্যারিস সিটি হল কর্তৃপক্ষকে ফোন দিলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।