ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, মার্চ ৬, ২০২৪
জাতীয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

৩৪ তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার।

এ নিয়ে পুরুষ হ্যান্ডবলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আনসার।

প্রথমার্ধে হাঁড্ডাহাড্ডি লড়াই হয়েছে আনসার ও বিজিবির মাঝে। ১৭-১৬ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে বিজিবি। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে দারুন ভাবে ঘুরে দাঁড়ায় আনসার। একটা সময় দু দল সমান সমান থাকলেও আনসার এগিয়ে যায়। শেষ দিকে বিজিবি আর ফিরে আসতে পারেনি। ২০২০ ও ২০২২ সালের পর জাতীয় পুরুষ হ্যান্ডবলে আবারও চ্যাম্পিয়ন হলো আনসার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের রবিউল।  

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।