ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

আশরাফুলের জোড়া গোলে আবাহনীর জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, মার্চ ১৬, ২০২৪
আশরাফুলের জোড়া গোলে আবাহনীর জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আজ শনিবার, (১৬ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে আকাশী-নীলরা।

আবাহনীর হয়ে আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। অপর গোলটি করেন পুষ্কর খীসা মিমো।

খেলার প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন আবাহনীর ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো (১-০)।  

দ্বিতীয় কোয়ার্টারের ২৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। খেলার তৃতীয় কোয়ার্টারেও বেশ কয়েকটা পেনাল্টি কর্নার পেলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি আবাহনী। সাধারণ বীমাও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ।

খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫৪ মিনিটে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি করেন আশরাফুল ইসলাম (৩-০)। এটিও পেনাল্টি কর্নার থেকে পাওয়া গোল।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।