ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জিমি-সারির হ্যাটট্রিকে দিলকুশাকে উড়িয়ে দিল মোহামেডান

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
জিমি-সারির হ্যাটট্রিকে দিলকুশাকে উড়িয়ে দিল মোহামেডান

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। আজ রোববার, ( ১৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় তারা।

ম্যাচটি ১১-১ গোলের বিশাল ব্যবধানে জেতে শহিদুল্লাহ টিটুর শিষ্যরা। জয়ী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি এবং মালয়েশিয়ান ফয়জাল বিন সারি হ্যাটট্রিকসহ ৪ গোল করেন। এছাড়া মোহামেডানের আমিরুল ইসলাম, ফাইজ হেলমি বিন জালি, দীপু সিংহা ও দ্বীন ইসলাম ইমন একটি করে গোল করেন। দিলকুশার হাবুল এক গোল শোধ দেন।

আজ খেলার তৃতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুর অগ্রগামিতা মোহামেডানের তরুণ ডিফেন্ডার আমিরুল ইসলামের (১-০)। পরের মিনিটে জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। ষষ্ঠ মিনিটে মোহামেডানকে তৃতীয় গোলের স্বাদ দেন ফাইজ (৩-০)। ১৪ মিনিটে জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করে প্রথম কোয়ার্টারে ৪-০ তে এগিয়ে দেয় সাদা-কালোদের।  

দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবারো গোলের আনন্দ মোহামেডান শিবিরে। দীপু সিংহার ফিল্ড গোলে ব্যবধান ৫-০ তে বাড়িয়ে নেয় দল। ২০ মিনিটে ফয়জাল সারির ফিল্ড গোলে ব্যবধান ৬-০ তে দাঁড়ায়। ২৫ মিনিটে ইমন ফিল্ড গোল করলে মোহামেডান এগিয়ে যায় ৭-০ ব্যবধানে। খেলার ২৮ মিনিটে ফয়জাল সারির ফিল্ড গোলে দিলকুশার সঙ্গে মোহামেডানের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৮-০। ২৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ফয়জাল সারি দলকে এগিয়ে নেন ৯-০ এবং ম্যাচে নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন।  

ম্যাচের তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫০ মিনিটে দিলকুশাকে ম্যাচের একমাত্র গোলের স্বাদ দেন হাবুল (৯-১)। ৫৬ মিনিটে ফিল্ড গোলে দলকে ১০-১ ব্যবধানে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিকপূর্ণ করেন রাসেল মাহমুদ জিমি। ৫৯ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন মোহামেডানের মালয়েশিয়ান ফয়জাল বিন সারি (১১-১)।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।