গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজেদের পঞ্চম ম্যাচে তৃতীয় জয় তুলে নিল দীর্ঘদিন পর লিগে ফেরা ঊষা ক্রীড়া চক্র।
আজ রোববার (১৭ মার্চ) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে এ জয় তুলে নেয় পুরনো ঢাকার ক্লাবটি।
তবে পুলিশের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মোহাম্মদ আশিকুজ্জামানের শিষ্যদের। ঊষার দুই ভারতীয় মোহাম্মদ শারিক ও অনিকেত গুরাভ একটি করে গোল করেন। ঊষার অপর গোলটি করেন তরুণ মিডফিল্ডার বিকেএসপির তৈয়ব আলী। এই গোলেই মূলত জয় নিশ্চিত হয় দলটির। খেলায় পুলিশের জার্সিতে দুটি গোল করেন পাকিস্তানের ইহতিসাম আসলাম এবং ভারতের দীপক প্যাটেল।
খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। প্রথম কোয়ার্টারে দু'দলই গোল আদায়ের চেষ্টা করে। তবে প্রথম গোলের দেখা পেতে ২৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে শুরুতে এগিয়ে নেন ঊষার মোহাম্মদ শারিক (১-০)। ৩১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পুলিশ এসসিকে সমতায় ফেরান দীপক (১-১)।
তবে সমতায় খুব বেশি সময় থাকতে পারেনি পুলিশ। পরের মিনিটেই আবারো গোল উৎসবে ঊষার। অনিকেত পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন। ৩৭তম মিনিটে দারুণ এক ফিল্ড গোলে আবারো সমতায় পুলিশ। গোলটি করেন ইহতিসাম আসলাম (২-২)।
৪তম মিনিটে পুলিশের তিন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক হিটে গোল তুলে নেন ঊষার তৈয়ব (৩-২)। খেলার বাকি সময় এরপর দুদলই চেষ্টা করেছে গোল আদায়ের। কিন্তু আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে টার্ফ ছাড়ে ঊষা ক্রীড়া চক্র।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এআর/এমএইচএম