ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

খেলা

জার্মানির ওয়ালথার কোম্পানির রাইফেল আনলো শুটিং ফেডারেশন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
জার্মানির ওয়ালথার কোম্পানির রাইফেল আনলো শুটিং ফেডারেশন

শুটারদের জন্য নতুন রাইফেল এনেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। এবার জার্মানির ওয়ালথার কোম্পানির রাইফেল এনেছে তারা।

আগের চেয়ে উন্নত প্রযুক্তির রাইফেলে খেলোয়াড়দের খেলার মান আরও বাড়বে বলে প্রত্যাশা ফেডারেশন কর্মকর্তাদের।

গত রোববার শুটিং স্পোর্ট ফেডারেশনের সাবেক সভাপতি লে. জেনারেল (অব.) আতাউল হাকিম সারওয়ার হাসান ও মহাসচিব ইন্তেখাবুল হামিদের সহায়তায় জার্মানির ওয়ালথার কোম্পানির উন্নত প্রযুক্তির (ওয়ালথার এলজি-৫০০ আইটেক) ৩৫টি .১৭৭ ম্যাচ রাইফেল ঢাকায় এসে পৌঁছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব লে. কর্ণেল (অব.) মোহাম্মদ আলী সোহেল রাইফেলগুলো গ্রহণ করেন।

এই রাইফেলের মাধ্যমে দেশের শুটাররা আরও ভালো ফল অর্জন করতে পারবে বলে বিশ্বাস শুটিং সংশ্লিষ্টদের। জার্মানির ওয়ালথার রাইফেলই ফেডারেশনের দ্বিতীয় বৃহত্তর চালান। এর আগে ২০২২ সালে শুটারদের জন্য ৫০টি এয়ার রাইফেলের একটি চালান দেশে আসে।  

জানা গেছে, এবারের ওয়ালথার রাইফেল জার্মানি থেকে আমদানীতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কাস্টমস ভ্যাট ট্যাক্স মওকুফ পায়নি। তবে মহাসচিব ইন্তেখাবুল হামিদের ব্যক্তিগত সম্পর্কের কারণে অফিসিয়াল মূল্য থেকে ওয়ালথার কোম্পানি ১৫ ভাগ মূল্য কমিয়ে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।