ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

বাহরাইনে স্কুল সামার গেমসে অংশগ্রহণে অনিশ্চয়তা বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, অক্টোবর ১৬, ২০২৪
বাহরাইনে স্কুল সামার গেমসে অংশগ্রহণে অনিশ্চয়তা বাংলাদেশের

আগামী ২৩ থেকে ৩১ অক্টোবর বাহরাইনের মানামায় অনুষ্ঠিত হবে আইএসএফ স্কুল সামার গেমস। এই গেমসে আটটি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ দল।

বুধবার (১৬ অক্টোবর) এর বিস্তারিত জানাতে অলিম্পিক অ্যাসোসিয়েশান ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশান।  

৭৫টি দেশের ৪ হাজার ৬০০ জন অ্যাথলেট অংশ নিচ্ছে এই গেমসে। ১৮টি ডিসিপ্লিনে হবে প্রতিযোগিতা। বাংলাদেশ দলের আটটি ডিসিপ্লিনে অংশ নেয়ার কথা থাকলেও আর্থিক সংকটে কমে আসতে পারে ডিসিপ্লিনের সংখ্যা। মোট ৬৫টি জনের দল বাহরাইন যাওয়ার কথা। কিন্তু বিমানের টিকিট যোগাড় না হওয়ায় চিন্তিত বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশানের সাধারণ সম্পাদক রবিউল আলম।  

২০২২ সালে ফ্রান্সে অনুষ্ঠিত এই গেমসে তিনটি ডিসিপ্লিনে অংশ নিয়েছিল বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।