যুব এশিয়ান কাপ হকিতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত সেরা পাঁচে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা। থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে আগের ম্যাচেই সেটি নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল।
আজ বুধবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ১০ দলের মধ্যে পঞ্চম হয়েই স্বপ্নের টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিক ওমানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে শক্তিশালী পাকিস্তানের কাছে হার মানে ৬-০ গোলের বড় ব্যবধানে।
তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটা ২-২ গোলে ড্র করার পর চীনের সঙ্গে ১-১ গোলে ড্র। গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার থাইল্যান্ডকে উড়িয়ে পরের দিন তথা আজ চীনের বিপক্ষেও এসেছে জয়।
৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ১ হার বাংলাদেশের। দারুণ এক প্রতিযোগিতা শেষ করে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেশে ফিরছে বাংলাদেশ দল। এরপর দুপুর ১টায় রাজধানীর ফ্যালকন হলে পুরো দলকে সংবর্ধনা দেবে হকি ফেডারেশন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এআর/এমএইচএম