ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুলাই ১৪, ২০২৫
ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা

ইলেকট্রনিক স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (১৪ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

 

এতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২ (২) এবং ধারা ৬ মোতাবেক ইলেকট্রনিক স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণা করা হলো।  

একইসঙ্গে ইলেকট্রনিক স্পোর্টস পরিচালনা বিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি দাখিলকৃত নীতিমালা অনুমোদন ও জারির পর ইলেকট্রনিক্স স্পোর্টসকে ক্রীড়া হিসেবে ঘোষণার গেজেট প্রকাশ করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইফুল আলমকে আহ্বায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় (অধ্যাপক পদমর্যাদার) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) একজন প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়) একজন প্রতিনিধি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া)-কে সদস্য-সচিব করা হয়েছে।  

কমিটির কর্মপরিধি: আইওসির গাইডলাইন অনুসরণে বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের মতামত পর্যালোচনা করে এ সংক্রান্ত খসড়া নীতিমালা প্রণয়ন; ই-স্পোর্টস সংক্রান্ত ওয়াচডগ হিসেবে কাজ করার লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় প্রস্তাবনা পেশ করা।

এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতামতসহ এ সংশ্লিষ্ট সরকারি আইন ও বিধি-বিধান, আদেশ, নির্দেশনা থাকলে তা পর্যালোচনা করবে। কমিটি প্রয়োজনে এতদসংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ সদস্য কো-অপট করতে পারবেন। কমিটি আগামী ২১ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পেশ করবে।

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।