ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: এএফসির জরিমানার মুখে বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, জুলাই ২১, ২০২৫
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বিলম্ব: এএফসির জরিমানার মুখে বাফুফে

বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ১০ জুনের হাইভোল্টেজ ম্যাচে সময়মতো দ্বিতীয়ার্ধ শুরু না হওয়ায় জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যা ছিল এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অংশ।

এএফসি ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হতে কমপক্ষে দুই মিনিট দেরি হয় বাফুফের প্রতিনিধি দলের অসাবধানতার কারণে। এই ঘটনায় ফেডারেশনকে ১,৫০০ মার্কিন ডলার (প্রায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা) জরিমানা গুনতে হবে।
এছাড়া, ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা যাতে পুনরায় না ঘটে, সেজন্য বাফুফেকে কড়া সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি।  

পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে পারে বলে জানানো হয়।
এএফসির ডিসিপ্লিনারি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয় ১৭ জুলাই। ওই সভায় শুধু বাংলাদেশ নয়, আরও কয়েকটি দেশ যেমন মিয়ানমার, পাকিস্তান ও কিরগিজস্তানকেও বিভিন্ন কারণে জরিমানা করা হয়েছে।

বাফুফেকে ৩০ দিনের মধ্যে এই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।