ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

খেলা

হ্যাকারদের দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, জানুয়ারি ২৮, ২০২৫
হ্যাকারদের দখলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাকারদের দখলে থাকা জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাকাররা দখলে নিয়েছে। ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাকারের বার্তা।

সাইবার ফোর্স সনাতনী নামে এক প্রতিষ্ঠান এই হ্যাকিং করেছে বলে সেখানে দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ের শিকার হয়েছে এটি। ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়ে রেখেছে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি। সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। আমি দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। আমি বলে দিচ্ছি সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। এবং আমি হিন্দুদের অপমান বন্ধ করতে চাই। ’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এ পরিষদটির সচিব মো. আমিনুল ইসলাম বাংলানিউজটোয়েন্টিফোরকে হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এনএসসির পক্ষ থেকে ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।