ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

খেলা

মেয়েদের খেলায় তৃতীয় লিঙ্গকে নিষিদ্ধ করলেন ট্রাম্প 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৬, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মেয়েদের খেলায় তৃতীয় লিঙ্গকে নিষিদ্ধ করলেন ট্রাম্প  নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প/সংগৃহীত ছবি

মেয়েদের খেলায় তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

গতকাল বুধবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।

আদেশ অনুযায়ী, এখন থেকে নারীদের কোনো খেলায় তৃতীয় লিঙ্গের কেউ অংশ নিতে পারবেন না। এমনকি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমন কিছুর অনুমতি দেয় তাদের অর্থায়ন বন্ধ করবে ফেডারেল সরকার।

২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেখানে নারীদের খেলা থেকে তৃতীয় লিঙ্গের অ্যাথলেটদের নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ওপর চাপ তৈরির পরিকল্পনা করছেন ট্রাম্প। এমনকি এলএ গেমসে অংশ নিতে চাওয়া তৃতীয় লিঙ্গের অ্যাথলেটদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল করা হবে জানিয়েছেন তিনি।

ট্রাম্পের আদেশনামায় বলা হয়েছে, নারীদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে 'সেক্স' বিবেচনায় নেওয়া উচিত। রিপাবলিকানদের দাবি, খেলায় স্বচ্ছতা আনার জন্যই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কিন্তু মানবাধিকার ও সমকামীদের সংগঠনগুলোর দাবি, ট্রাম্পের এই আদেশে বৈষম্য তৈরি হবে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।